গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এফএমএসএস মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত পৌর এলাকার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের (গাইনী ও অবস) বিভাগের ডাঃ সামান্ত ইসলাম রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এফএমএসএস মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান বলেন মেডিক্যাল ক্যাম্পে এই এলাকার ২ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ে জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হবে।